Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ট্রাম্পের সাথে ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন নিউইয়র্কের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ২ জুলাই ২০২১

আপডেট: ১৪:১৩, ৫ জুলাই ২০২১

ট্রাম্পের সাথে ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন নিউইয়র্কের

ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করলো নিউইয়র্ক। করফাঁকির অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৃহস্পতিবার (১ জুলাই) এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। তাতে ট্রাম্পের অর্থ বিষয়ক প্রধান উইসেলবার্গের বিরুদ্ধে কর ফাঁকির উদ্দেশ্যে ১৭ লাখ ডলারের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 

কর ফাঁকির দায়ে অভিযুক্ত ট্রাম্পের প্রতিষ্ঠান এবং অর্থ বিষয়ক প্রধান অ্যালেন উইসেলবার্গ। বৃহস্পতিবার ১ জুলাই জালিয়াতি এবং ব্যবসায়িক তথ্যের গোপনের অভিযোগ আনা হয়েছে। কৌসুলিরা জানান, দীর্ঘ ১৫ বছর বাড়ি ভাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি বাবদ সুবিধা ভোগ করেছেন তিনি।
তবে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে এ অভিযোগে জড়ানো হয়নি। 

ট্রাম্পের কোম্পানির আওতায় রয়েছে বেশকিছু হোটেল, গলফ ক্লাবসহ অন্যান্য সম্পত্তি। পাশাপাশি বই প্রকাশনা, টিভি শো এবং ভবন নির্মাণ ব্যবসার সাথেও জড়িত তার কোম্পানি। 
যদিও ট্রাম্পের দাবি, সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদটি শেয়ার করুনঃ