সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ
সদস্যদের মাঝে বন্ধন সুদৃঢ়ের জন্য নির্বাচনী পরিবেশ দরকার। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র বিদায়ী কমিটি।
গত ৩০ জুন বুধবার রাতে ব্রুকলীনে সংগঠনের নিজস্ব অফিসে বিদায়ী কমিটি সংবাদ সম্মেলন আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আলীম জিহাদী। তিনি বলেন, সদস্যদের পরস্পরের মাঝে ভাতৃত্ববোধ, সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা প্রয়োজন। সেজন্য দরকার নির্বাচন এবং তার সুন্দর পরিবেশ। ভোটে নির্বাচিত কমিটির নিকট আমানত সহ সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দিবে বিদায়ী কমিটি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান, ট্রাস্টি বোর্ড মেম্বার হাজী আবুল কাশেম, সেলিম জাহিদ ও জসিম উদ্দিন জনি, নব নির্বাচিত সভাপতি মো. নুর আলম সিদ্দিক মুন্না, কোষাধ্যক্ষ মো: কামরুল ইসলাম প্রমুখ।