Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গ্রোসারিতে কোরবানির অর্ডার শুরু, দাম চড়া

অভিক আহসান

প্রকাশিত: ১০:০৭, ২ জুলাই ২০২১

আপডেট: ১০:০৭, ২ জুলাই ২০২১

গ্রোসারিতে কোরবানির অর্ডার শুরু, দাম চড়া

গ্রোসারিতে কোরবানির অর্ডার শুরু

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়ে গেছে। গ্রোসারিগুলোতে চলছে কোরবানির অর্ডার। তবে মহামারীর প্রভাব পড়েছে দামে।

খোঁজ নিয়ে দেখা গেছে, বাঙালি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলীনের ওজোনপার্ক, চার্চ-ম্যাগডোনাল্ড, ব্রঙ্কসের বাংলা বাজার এলাকার গ্রোসারীগুলো কোরবানির অর্ডার নিচ্ছে। অনেকেই এককভাবে অর্ডার দিচ্ছেন। কেউ আবার আত্নীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের সাথে মিলিয়ে অর্ডার দিচ্ছেন। তবে দামটা চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। তাই, এককভাবে যারা কোরবানি দিচ্ছেন তারা খাসী আর দলবদ্ধভাবে থাকারা গরুর অর্ডার দিচ্ছেন।

অন্যদিকে, বিক্রেতারা বলছেন, মহামারীর প্রভাব পড়েছে কোরবানীর বাজারে। তাই, গরু-খাসীর মূল্য একটু বেশী। গরুর পাউন্ড ৪ থেকে সাড়ে চার ডলার আর খাসীর মাংস ৬ থেকে ৭ডলারে মধ্যেই থাকবে বলে দাবি সংশ্লিষ্টদের। গ্রোসারি মালিকরা জানিয়েছেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কোরবানীর অর্ডার নিচ্ছেন তারা। 

এদিকে, করোনার প্রভাব পড়েছে কোরবানিতে প্রয়োজনীয় নিত্যপণ্যের দামেও। চড়া মসলাসহ সবধরনের পণ্যর মূল্য।

সংবাদটি শেয়ার করুনঃ