আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ারের নেতৃবৃন্দ
নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে বর্তমান কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিনকে আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং সদস্য মেহের চৌধুরীকে কমিশনের সদস্য মনোনীত করা হয়েছে।
গত ২৮ জুন সোমবার ব্রঙ্কসের খলিল চাইনিজ পার্টি হলে সংগটনের সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি মূল ধারার রাজনীতিক আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসানের সঞ্চালনায় চলে সভা। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রেজা আবদুল্লাহ স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মেহের চৌধুরী, শিপু চৌধুরী, লায়েক আহমেদ, জাকির হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান, শেখ আখতার হোসেন, মোঃ আবদুল হামিদ প্রমুখ।
সভায় রিভারক্রজ, ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠার আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়। সেলক্ষ্যে মেহের চৌধুরীকে আহ্বায়ক, রেজা আবদুল্লাহ স্বপনকে সদস্য সচিব ও লায়েক আহমেদকে সদস্য করে একটি উপ কমিটি গঠন করা হয়েছে।