বাহাউদ্দিন নাসিমের সুস্থতায় দোয়া-আলোচনা
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় নিউইয়র্কে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন রোববার যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উডসাইড গুলশান ট্যারেসে এর আয়োজন করা হয়। অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল ও নাফিকুর রহমান তুরানের যৌথ পরিচালনায় চলে অনুষ্ঠান।এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, আইরিন পারভীন, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, গোলাম রব্বানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, একে এম আলমগীর, শেখ মকলু মিয়া, তারিকুল হায়দার চৌধুরী, নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাফর আহমেদ, ডিএম রনেল ও মো. গিয়াস উদ্দিন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, কামরুজ্জামান বাচ্চু, গোলাম কুদ্দুস, মিঠু সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন অতিথিরা।