Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লিখেছেন ডা. নুরুন নেছা

করোনা পরবর্তী স্বাস্থ্য বিষয়ক বই নিয়ে আলোচনা

অভিক আহসান

প্রকাশিত: ২০:৫৭, ৩০ জুন ২০২১

করোনা পরবর্তী স্বাস্থ্য বিষয়ক বই নিয়ে আলোচনা

ভার্চুয়াল আলোচনায় অতিথিরা

প্রাণঘাতি করোনার প্রভাব দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছে গোটা দুনিয়ার মানুষ। টানা লকডাউন-ঘরবন্দি জীবনে ওলটপালট বিশেষ করে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে সবচেয়ে বেশি। সেসব বিষয়ে একটি বই লিখেছেন ডা. নুরুন নেছা বেগম। তাতে করোনা পরবর্তী বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয় তুলে ধরেছেন।

এই বই নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ডা.হাফসা এম ইমামের পরিচালনায় চলে অনুষ্ঠান। অংশ নেন পেনসেলভেনিয়া, ডেলেয়ার,নিউজার্সি ও  নিউইয়র্কের ১১টি সংগঠনের প্রতিনিধিরা। এতে বক্তারা বলেন, কোভিড-১৯-এ ওলটপালট সারা বিশ্ব; পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। আবার কোটি কোটি মানুষ সুস্থ হয়েছে। কিন্তু প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে। তাই, কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য কেমন হতে পারে এবং তার সমাধান নিয়ে লেখা বইটি সময়োপযোগী বলে উল্লেখ করেন বক্তারা।

ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন ড. জিয়াউদ্দিন আহমেদ, ডা. ইবরুল চৌধুরী, মোহাম্মদ হোসেনসহ অন্যরা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। আয়োজনে অংশগ্রহণের জন্য সবা্ইকে ধন্যবাদ জানান ডা. নুরুন নেছা।উল্লেখ্য, গত একুশে বই মেলায় ডা. নুরুন নেছার এই বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। 

সংবাদটি শেয়ার করুনঃ