সোমা সাঈদকে কুমিল্লা সোসাইটির অভিনন্দন
নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন অ্যাটর্নি সোমা সাঈদ। এবার তাকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ।
গত ২৫ জুন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি বীর মুক্তযোদ্ধা ডা: আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আ.স.ম খালেদুর রহমান সবুজের নেতৃত্বে সোমা সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী তোফায়েল ইসলাম, সোসাইটির প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভুইয়া রুমি, উপদেষ্টা আবুল হোসেন, মুখপাত্র রেজা আব্দুল্লাহ স্বপন, সহ সভাপতি আব্দুল মতিন ও কোষাধ্যক্ষ হাবিব উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ শে জুন নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কুইন্স সিভিল কোর্ট জজ পদে বিপুল ভোটে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভুত সোমা সাঈদ। এরপর থেকে নানা সংগঠন শুভেচ্ছা জানাচ্ছে তাকে। সেইসাথে পাশে থাকায় সোমা সাঈদও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেসব সংগঠনের প্রতি।