
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে নানা কর্মসূচিতে আওয়ামী লীগের ৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিববর্ষ উদযাপন পরিষদ। এ উপলক্ষে গত ২৬ জুন ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় শোভযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কাটাসহ ছিলো আলোচনা সভার আয়োজন।
সংগঠনের আহ্বায়ক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় চলে অনুষ্ঠান। কর্মসূচির শুরুতেই বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ ও লাল-সবুজ বেলুন উড়ানো হয়। পরে বর্ণাঢ্য শোভযাত্রা বেরিয়ে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির। পরে ভাষা শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, গোলাম রব্বানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ মকলু মিয়া, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, নাফিউর রহমান তুরান, ইকবাল, হোসেন, নুর উদ্দিন, নুরে আলোম জিকু, শাহীন কামালি, রবিউল ইসলাম, মঈদুল লস্কর জুয়েল, আল মামুন সরকার, সুয়েব আহমেদ, সাদিকুর রহমান, শাহ সেলিম, নুরুল ইসলাম, শ্যামল কান্তি, সোহান আহমেদ টুটুল, সেলিম রেজা, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রতন চক্রবর্তী, হাবিব ফয়েজী, মিজানুর রহমান চৌধুরী, আবদুর রহমান, মাকসুদা আহমেদ, আব্দুর রউফ পাশা, রাশেদ ইসলামসহ সংগঠনের নেতা-কর্মীরা।