নিউইয়র্কের ব্রঙ্কসে নর্থইস্ট ব্রঙ্কস বাংলাদেশী এলাযেন্স নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উত্তর-পূর্ব ব্রঙ্কস অঞ্চলে বাংলাদেশি কমিউনিটি গত দশ বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এজন্য কমিউনিটির মধ্যে যোগাযোগ এবং সম্প্রীতি তৈরির লক্ষ্যে এই সংগঠনটি গঠন করা হয়।
বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জালাল আহমেদকে সংগঠনটির চেয়ারপারসন মনোনীত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- জিয়াউস শামস চৌধুরী, আনোয়ারুল হক, মোহাম্মদ ফজলুল করিম এবং এজাজ হোসেন।
সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্যে বোর্ড অব ডিরেক্টরস গঠন করা হয়। মামুন আলী প্রেসিডেন্ট এবং শফিক আকবর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাকি ডিরেক্টররা হলেন ইমতিয়াজ চৌধুরী, সায়ার উদ্দীন, এজাজ সারওয়াথ, কাজী শামীম উদ্দীন এবং আবু খায়ের আনিসুজ্জামান।