
নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কুইন্স কাউন্টির জজ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সায়ীদ। জয় নিশ্চিত হওয়ার পর সবার কাছ থেকে শুভেচ্ছা যেমন পাচ্ছেন তেমনি নিজেও জ্যামাইকা মুসলিম সেন্টারে ছুটে এসেছেন কমিউনিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে।
গতকাল শুক্রবার (২৫ জুন) জুমার নামাজের আগে জ্যামাইকা মুসলিম সেন্টারে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সোমা সায়ীদ বলেন, বাংলাদেশি কমিউনিটির প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনারা পাশে না থাকলে এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। আশাকরি, ভবিষ্যতেও আপনাদেরকে আমার পাশে পাবো।