মাসুদ রব চৌধুরী
সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং সেক্রেটারি মাসুদ রব চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের এই আদেশকে ‘ভিত্তিহীন, অসত্য এবং বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মাসুদ রব চৌধুরী।
এক প্রতিবাদলিপিতে মাসুদ রব চৌধুরী জানিয়েছেন, গত ১৬ জুন কেন্দ্রীয় কমিটির সভায় গণতান্ত্রিকভাবে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়, চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী তা অগ্রাহ্য করেন। এক্সিকিউটিভ কমিটি এতে প্রতিবাদ জানালে বিদ্বেষপূর্ণ মনোভাব থেকেই এমন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব জাকারিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী স্ব স্ব পদে নিয়মতান্ত্রিকভাকে বহাল আছেন। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।