নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। অপরদিকে কুইন্স কাউন্টির জজ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সায়ীদ। তাদের দুজনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সোসাইটি।
বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য ও সুপরিচিত সংগঠন বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অভিনন্দন জানানোর পাশাপাশি এই দুই নারীর দীর্ঘায়ু কামনা করা হয়।