Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লং আইল্যান্ড চেম্বারের পরিচালক হলেন বাদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ২৪ জুন ২০২১

লং আইল্যান্ড চেম্বারের পরিচালক হলেন বাদল

নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে কপেইগ চেম্বার অব কমার্সের ৫ পরিচালকের একজন হিসেবে শপথ নিয়েছেন মূলধারায় বাংলাদেশিদের উত্থানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আকতার হোসেন বাদল। গত ২২ জুন শপথ নেন তিনি। তার দেশের বাড়ি চাঁদপুর জেলায়। 

গত ৪ বছরে লং আইল্যান্ডে তিনটি ব্যবসার মালিকানা ক্রয় করেছেন আকতার হোসেন বাদল। সেই সুবাদে এলাকাবাসীকেও আপন করে নিয়েছেন। আচার-আচরণে হিসপ্যানিক এবং শ্বেতাঙ্গরাও তাকে আপন ভাবতে শুরু করেছেন। আর সে জন্যই চেম্বার অব কমার্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হতে পেরেছেন।ৎ

প্রসঙ্গত, কপেইগ চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য ৩৫। তবে ৫ পরিচালকের দায়িত্ব সবচেয়ে বেশি। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এলাকার ব্যবসায়ী এবং নাগরিকদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন সুসংহত করে পারস্পরিক সহায়তায় সকলের অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে কাজ করার সংকল্পে।

সংবাদটি শেয়ার করুনঃ