জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যক্তিগত এবং ব্যবসার জন্য নিউ ইয়র্ক সিটির সবচেয়ে নির্ভরযোগ্য আর্থিক উপদেষ্টা এবং সেরা সিপিএ ফার্ম জাকির ট্যাক্স এন্ড একাউন্টিং।
জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং একজন ফুলটাইম অ্যাকাউনটেন্ট খুঁজছে। আগ্রহী প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কার্যকর কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং সর্বোপরি অ্যাকাউন্টিং-এর জ্ঞান থাকতে হবে। কভার লেটারসহ সিভি পাঠাতে হবে [email protected]এই ঠিকানায়।
For more details please visit to - https://www.facebook.com/Zakir-Tax-Accounting-172416917654417