ড. আহসান চৌধুরী হিরো
ফোবানার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং সেক্রেটারী মাসুদ রব চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কাজে সম্পৃক্ততার অভিযোগে তাদের বহিষ্কার করার কথা জানিয়েছে নির্বাহী কমিটি।
আহসান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে সম্মেলনের তারিখ পরিবর্তন, সম্মেলনবিরোধী সিদ্ধান্ত নেয়ার অভিযোগ আছে। মাসুদ রবের বিরুদ্ধে তাতে সহযোগিতার অভিযোগ এনেছে নির্বাহী কমিটি। আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও বহিষ্কার করার কথা জানানো হয়েছে।