
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-এর নতুন কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায়। ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জালালাবাদ এসোসিয়েশন নিউইয়র্ক-এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল।
অভিষেক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি মোহাম্মদ জোসেফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু।