আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক শহরের মেয়র এবং সিটি কাউন্সিল সহ বিভিন্ন পদে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের মূল প্রাইমারি। তার আগে শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে চলছে আগাম ভোটের তোড়জোড়। ১২ তারিখ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছেন এক লাখ ত্রিশ হাজার দুইশো সাতাশ জন। এর মধ্যে ম্যানহাটনে ভোট দিয়েছেন ৪১ হাজার ৫৬৫ জন এবং ব্রনক্স এ ভোট দিয়েছেন ১৪৪৯৩ জন, ব্রুকলিন এ ভোট দিয়েছেন ৪৪২১০ জন এছাড়া শুক্রবার পর্যন্ত কুইন্স এ ২৩৭১২ জন এবং স্ট্যাটেন আইল্যান্ডে ৬২৪৭ জন অগ্রিম ভোট দিয়েছেন।
আগামী রোববার পর্যন্ত নির্ধারিত ভোটকেন্দ্রগুলোয় আগাম ভোট দেয়া যাবে। মুল প্রাইমারির মাত্র কয়েকদিন বাকি থাকতে অনুষ্ঠিত এক জনমত জরিপ অনুযায়ী মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার লড়াইয়ে অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষে আছেন ব্রুকলিন বুর্যো প্রেসিডেন্ট এরিক এডামস। শতকরা ২৩ ভাগ ভোটার তার সমর্থন দিয়েছেন। শতকরা ১৮ ভাগ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী মায়া ওয়াইলি। তৃতীয় অবস্থানে আছেন শহরের সাবেক স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া, তার পক্ষে আছে ১৭ শতাংশ জনমত প্রচারনার প্রথম দিকে এই তালিকার শীর্ষে থাকা এন্ড্রু ইয়াং আছেন চতুর্থ স্থানে তাকে সমর্থন করছেন ১৪ শতাংশ মানুষ। আর বাকি ১০ শতাংশ মানুষ এখনো ঠিক করতে পারেন নি কাকে ভোট দেবেন।