অ্যাডরিনি অ্যাডামস
নিউইয়র্ক সিটি নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৮ থেকে অংশ নিয়েছেন অ্যাডরিনি অ্যাডামস। তাকে পুনরায় নির্বাচিত করতে‘বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা তার পক্ষে প্রচারনা চালাচ্ছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে ২২ জুন সকলের ভোট এবং দোয়া কামনা করা হয়েছে।
আয়োজক হিসেবে রয়েছেন, বাংলাদেশি আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিন মেহেদী, ডিস্ট্রিক্ট-৩৭ থেকে নির্বাচিত লিডার মুফাজ্জাল হোসাইন, নিউ আমেরিকান ইয়্যুথ ফোরামের আহনাফ আলম, নিউ আমেরিকান ডেমোক্র্যাট ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম, ডিস্ট্রিক্ট-২৪’র সাবেক কাউন্সিল প্রার্থী মোহাম্মদ টি রহমান, ডিস্ট্রক্ট-৩৪’র সাবেক স্টেট অ্যাসেম্বি প্রার্থী জয় চৌধরী এবং জ্যামাইকার কোয়াবা মসজিদ সাউথের প্রেসিডেন্ট সেলিম খান।