দারুল আহনাফে সামার কোর্সে ভর্তির সুযোগ
নিউইয়র্কের ব্রঙ্কসের দারুল আহনাফে অনলাইন সামার কোরআন কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ সময় ৩০ জুন। ক্লাস শুরু হবে ৩ জুলাই থেকে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, উইকডে ব্যাচ সোমবার থেকে বৃহস্পতিবার। সকাল ১১ টা থেকে ১ টা এবং বেলা ২ টা থেকে চারটা পর্যন্ত চলবে ক্লাস। উইকেন্ড ব্যাচ শনিবার ও রবিবার। ক্লাস নেয়া হবে সকাল দশটা থেকে ১ টা এবং বেলা ২ টা ৫ টা পর্যন্ত।
ইউএসএ বেইজড সিলেবাস, ইন্ডিভিজুয়্যালাইজড এপ্রোচ, প্রশিক্ষণপ্রাপ্ত টিচার, ছোট ক্লাস সাইজ ও নিয়মিত প্রসেস ট্র্যাকিং এই কোর্সটির বৈশিষ্ট্য। কোর্স আউটলাইনে রয়েছে, সূরা/দোয়া মেরোইজেশন, তাজবিদসহ কোরআন লার্নিং, জরুরি মাসাআলাসমূহ, ইসলামিক হিস্টোরি ও আদাব ও আখলাক। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/darul.ahnaf.usa এই ফেসবুক পেজে অথবা যোগাযোগের নম্বর ৬৪৬-৭৪৪-৮৯২০।