Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অনলাইনে কোরআন শেখা

দারুল আহনাফে সামার কোর্সে ভর্তির সুযোগ

অভিক আহসান

প্রকাশিত: ১০:০৫, ২০ জুন ২০২১

আপডেট: ১৫:৫৪, ২১ জুন ২০২১

দারুল আহনাফে সামার কোর্সে ভর্তির সুযোগ

দারুল আহনাফে সামার কোর্সে ভর্তির সুযোগ

নিউইয়র্কের ব্রঙ্কসের দারুল আহনাফে অনলাইন সামার কোরআন কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ সময় ৩০ জুন। ক্লাস শুরু হবে ৩ জুলাই থেকে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, উইকডে ব্যাচ সোমবার থেকে বৃহস্পতিবার। সকাল ১১ টা থেকে ১ টা এবং বেলা ২ টা থেকে চারটা পর্যন্ত চলবে ক্লাস। উইকেন্ড ব্যাচ শনিবার ও রবিবার। ক্লাস নেয়া হবে সকাল দশটা থেকে ১ টা এবং বেলা ২ টা ৫ টা পর্যন্ত।

ইউএসএ বেইজড সিলেবাস, ইন্ডিভিজুয়্যালাইজড এপ্রোচ, প্রশিক্ষণপ্রাপ্ত টিচার, ছোট ক্লাস সাইজ ও নিয়মিত প্রসেস ট্র্যাকিং এই কোর্সটির বৈশিষ্ট্য। কোর্স আউটলাইনে রয়েছে, সূরা/দোয়া মেরোইজেশন, তাজবিদসহ কোরআন লার্নিং, জরুরি মাসাআলাসমূহ, ইসলামিক হিস্টোরি ও আদাব ও আখলাক। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/darul.ahnaf.usa এই ফেসবুক পেজে অথবা  যোগাযোগের নম্বর ৬৪৬-৭৪৪-৮৯২০।

সংবাদটি শেয়ার করুনঃ