Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জ্যামাইকায় মতবিনিময়

বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবো: অ্যান্ড্রো ইয়াং

অভিক আহসান

প্রকাশিত: ০৮:০৯, ২০ জুন ২০২১

বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবো: অ্যান্ড্রো ইয়াং

কমিউনিটির সাথে অ্যান্ড্রো ইয়াং-এর মতবিনিময়

নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নিউইয়র্ক সিটি নির্বাচনে মেয়র প্রার্থী অ্যান্ড্রো ইয়াং। জ্যামাইকায় আবারও কমিউনিটির সাথে মতবিনিময়ে তিনি এ আশ্বাস দেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বেশি ছিলেন প্রবীণ ব্যক্তিরা। এ সময় বাংলাদেশ কমিউনিটির পক্ষে শরাফ সরকার কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমর্থনে কাজ করার কথা জানান তিনি। জবাবে অ্যান্ড্রো ইয়াং মাথা নেড়ে সহায়তার আশ্বাস দেন। নির্বাচিত হলে বাংলাদেশ কমিউনিটির পাশে থাকবেন বলে জানান তিনি।

নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী এসময় আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সিটির অগ্রযাত্রা ব্যাহত হবে। নির্বাচিত হলে সিটির অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সর্বাত্মক চেষ্টার কথা জানান তিনি। সিটির সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিতে কার্যকরে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন অ্যান্ড্রো ইয়াং। 

মতবিনিময় সভায় ডা. মাসুদুল হাসান, জহির উদ্দিন, সাইফুল্লাহ ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুনঃ