
দরজায় কড়া নাড়ছে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন। এতে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় সংগঠন তাকে সমর্থন জানিয়েছে।
এখন পর্যন্ত শাহানা হানিফ যে পরিমাণ এনডোর্সমেন্ট পেয়েছেন, সেটা অন্যান্য বাংলাদেশি-আমেরিকান প্রার্থীদের চেয়ে অনেকে বেশি। শাহানা হানিফের জন্ম এই ব্রুকলিনেই। মনে করা হয়, এটা তাকে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রেখেছে।