
পররাষ্ট্রমন্ত্রীকে প্রবাসীদের সংবর্ধনা
নিউইয়র্কে প্রবাসীদের ভালবাসায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয় তাকে। কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা অপেক্ষায় আছি। বিভিন্ন স্টেটে টিকার মজুদ পড়ে আছে। এসব টিকা নিজ নিজ স্টেটের প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে বাংলাদেশে পাঠালে মানুষের উপকার হবে। আপনারা একত্রিত হয়ে ক্যাম্পেইন করেও টিকা সংগ্রহ করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিদেশগামী শ্রমিকদের ভ্যাকসিনে আমরা প্রাধান্য দিচ্ছি।
কথা বলেন বঙ্গবঙ্গু হত্যাকারীদের প্রসঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জীবিত পাঁচ খুনীর একজন এদেশে আছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রবাসীদের ক্যাম্পেইন আরও জোরদারের আহবান জানান তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নী জেনারেল অফিস এ ব্যাপারে কাজ করছে বলেও উল্লেখ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এই খুনীকে বাংলাদেশে নিয়ে মৃতুদণ্ড কার্যকর করতে চাই বলে মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেও তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো কার্যকর উদ্যোগ নিচ্ছেনা। বরং গোপনে তারা মিয়ানমারের সাথে ব্যবসায় বিনিয়োগ বাড়িয়ে চলছে বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ক্লাব ইউএসএ’র প্রেসিডেন্ট নূরুল আমিন বাবু, বাবরুল হোসেন বাবুল, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ,সৌদ চৌধুরী, পরিচালক কবির আনোয়ার। উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, আবু বকর হানিফ, মাহফুজ হায়দার,শিবলী সাদিকসহ আরও অনেকে।