Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিয়ানীবাজারবাসীর কবর জিয়ারত-দোয়া ২৭ জুন

অভিক আহসান

প্রকাশিত: ০৮:৩০, ১৯ জুন ২০২১

আপডেট: ১১:০৬, ১৯ জুন ২০২১

বিয়ানীবাজারবাসীর কবর জিয়ারত-দোয়া ২৭ জুন

বিয়ানীবাজারবাসীর কবর জিয়ারত-দোয়া ২৭ জুন

করোনায় মারা যাওয়াদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী। ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে আগামী ২৭ জুন রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে চলবে ধর্মীয় এই আয়োজনটি। ওজোন পার্কের ডাইরেক্ট হোম কেয়ারের সামনে থেকে সাড়ে দশটায় ছাড়বে গাড়ি।

আয়োজকরা জানান, মহামারী আমাদের মধ্য থেকে ছিনিয়ে নিয়ে গেছে সামাজিক কল্যাণে নেতৃত্ব দেয়া অনেক গুণি ব্যক্তিগণ, আপনজন, আত্মীয়-স্বজন। তাদের মধ্যে রয়েছেন, কামাল আহমেদ, একলিমুজ্জামান নুনু, আলতাফ হোসেন লনি, ছমির উদ্দিন, আকদ্দস আলী, মনজ্জির আলী, হাজী ছয়াবুর রহমান ও তার স্ত্রী, আব্দুল হক উতুল, লুৎফুর রহমানের আম্মা, ফয়জুর রহমানের আম্মা, আ্দুস সালাম, আব্দুর নুর ও তার স্ত্রী, আবেদুর রহমান, আব্দুল আহাদ।

মারা যাওয়াদের মধ্যে আরও রয়েছেন,  সাজ্জাদুর রহমান, খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল মান্নান, নাদিয়া চৌধুরী, আব্দুল রউফ তফাদার, এমদাদুল হক, মিসবা উর রহমান, আবুল হোসেন, এনাম হোসেন, আমিনা বেগম, মালেকা বেগম, ডা. নজরুল ইসলাম, জালালউদ্দিন জলিল, মোহাম্মদ হোসেন বাবুল, আব্দুল মুমিত ফারুক, হাজী গিয়াস উদ্দিন আহমদ উল্লেখযোগ্য।

আয়োজকরা আরও জানান, বিধিনিষেধের কারণে অনেকেই ইচ্ছা থাকার পরও আপনজনদের শেষ বিদায় জানাতে অংশ নিতে পারিনি। সেই স্বজনদের রূহের মাগফেরাত কামনায় কবরস্থানে গিয়ে কবর জিয়ারত, দোয়া ও সিন্নি বিতরণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি করোনাকালের পূর্বে যারা মারা গেছেন তাদের কবরও জিয়ারত ও দোয়া করা হবে।  যোগাযোগের নম্বর: ৭১৮-৪১৫-১৮০৪,৭১৮-৪৯৬-৩৬৫৭, ৯১৭-৩০৪-৪৬৫৮।

সংবাদটি শেয়ার করুনঃ