ইসলাম ইন ডেইলি লাইভ
নিউইয়র্কের কমিউনিট নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬’র শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম ইন ডেইলি লাইভ। এবারের পর্বে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সুরা ফাতিহার তাৎপর্য। মিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে থাকবেন মুফতি ওয়ালিদ আল হামিদি। শুক্রবার নিউইয়র্ক সময় রাত ১১ টা এবং বাংলাদেশ সময় সকাল ৯ টা প্রচারিত হবে অনুষ্ঠানটি।