হিলসাইড ইসলামিক সেন্টারে দু`ধাপে জুমার নামাজ
হিলসাইড ইসলামিক সেন্টারের জুমার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দু’ধাপে পড়ানো হবে নামাজ। প্রথম জুমা সোয়া একটায় শুরু হবে। চলবে পৌনে দুইটা পর্যন্ত। এরপর দ্বিতীয় দফা নামাজ অনুষ্ঠিত হবে সোয়া দুইটায়, আনুষ্ঠানিকতা চলবে পৌনে তিনটা পর্যন্ত। তবে নিবন্ধনের পরই কেবল প্রবেশে অনুমতি মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।