Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুমিল্লা সোসাইটির বনভোজন ১১ জুলাই-কমিটি গঠন

অভিক আহসান

প্রকাশিত: ০৮:১৯, ১৭ জুন ২০২১

কুমিল্লা সোসাইটির বনভোজন ১১ জুলাই-কমিটি গঠন

কুমিল্লা সোসাইটির সভা

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১১ জুলাই রোববার বার্ষিকী বনভোজনের সিদ্ধান্ত হয়েছে এবং এটি পরিচালনায় কমিটি গঠন করা হয়েছে। 

এতে আবুল হোসেনকে আহবায়ক, সালাউদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী ও তাছলিমা পাটোয়ারী সদস্য সচিব হয়েছেন। কমিটির অন্যান্য’র মধ্যে মো: কবির হোসেনকে যুগ্ম আহবায়ক, মো: আব্দুল মতিনকে সমন্বয়কারী ও হাসিনা আক্তারকে যুগ্ম সদস্য সচিব এর দায়িত্ব দেয়া হয়।

নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ খাবার বাড়ী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ৭ই জুন সোমবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর পরিচালনায় চলে সভা। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী তোফায়েল ইসলাম, প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভুইয়া রুমি, অন্যতম উপদেষ্টা আবুল হোসেন, মোফাজ্জল হোসেন, সালাউদ্দিন চৌধুরী, শওকত পাটোয়ারী, আব্দুল মতিন, কবির হোসেন, তাছলিমা পাটোয়ারী, হাবিব উল্লাহ, আলীম মিয়া, কাইয়ুম মিয়াজী, নজরুল ইসলাম, শাহীন আলম, হাসিনা আক্তার, ঝর্না আক্তার ও ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুনঃ