এন মজুমদারের জন্য ‘হৃদয়ে বাংলাদেশের’ সমাবেশ
ডিস্ট্রিক্ট-১৮’র নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন সোমবার বিকেলে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় চলে অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। এতে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান, সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কালাচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সরকার উদ্দিন, সোহান আহমেদ টুটুল, নুরুল ইসলাম, জালাল চৌধুরী, সেলিম রেজা, ফাহমিদা চৌধুরী প্রমুখ। কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ সভায় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মোহাম্মদ এন মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরইমধ্যে শুরু হয়েছে আর্লি ভোটিং।