
নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইম স্কয়ারের বিলবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অর্জন তুলে ধরা হবে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনওয়াই ড্রিম ফাউন্ডেশন নামে একটি প্রোডাকশনের কর্ণধার ফাহিম ফিরোজ এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন।
নিউইয়র্কের খাবার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফাহিম ফিরোজ বলেন, আগামী ১৫ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্য়ন্ত প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড এই প্রদর্শনী তুলে ধরা হবে।
‘এর মোট ব্যাপ্তিকাল হবে ৩ ঘণ্টা এবং ৭২০ বার। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর জন্য মোট খরচ হবে প্রায় ১লাখ ডলার। আমি কাজ শুরু করেছি, কেউ সহযোগিতার হাত বাড়ালে সাদরে গ্রহণ করবো।’ বলেন ফাহিম ফিরোজ।
তিনি আরও জানান, কেউ যদি এগিয়ে না আসে তাহলে তিনি একাই তা সম্পন্ন করার সামর্থ্য রাখেন। কারণ এটি তার দীর্ঘদিনের স্বপ্ন। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই অবগত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।