
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ
১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবসকে গণতন্ত্র মুক্তির দিবস বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ছাত্রলীগের সাবেক নের্তৃবৃন্দরা।আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন নেতারা।
গত ১১ জুন শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে বলে মন্তব্য করেন বক্তারা।
সৈয়দ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় চলে অনুষ্ঠানটি। এতে জেড এ জয়, নুরুল আমিন বাবু, সাখাওয়াত বিশ্বাস, এবাদুল হক, ওয়াহিদুজ্জামান লিটন, কামাল হোসেন রাকিব, মাহফুজুল হক হায়দার, খন্দকার জাহিদুল ইসলাম, শিবলী সাদিক, হেলাল মিয়া, ফাহিম আহমেদ, ছাত্রনেতা জাহিদ মিয়া, সাবেক সাইফুল আলম, সালাউদ্দিন বিপ্লব, শামীম আলামিন, জসিম উদ্দিন, হাসান, পলাশসহ আরও অনেক সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।