Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

৩০ সেকেন্ডে গাড়ি ছিনতাই, সন্ধান মেলেনি এখনও

প্রকাশিত: ০০:৫৯, ১৬ জুন ২০২১

৩০ সেকেন্ডে গাড়ি ছিনতাই, সন্ধান মেলেনি এখনও

ইসমাইল এবং তার ছিনতাইকৃত গাড়ি

জ্যাকসন হাইটে বাংলাদেশি ইসমাইলের গাড়ির সন্ধান মেলেনি এখনও। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে গাড়িটি নিয়ে সটকে পড়ে ওই দুর্বৃত্ত। খুঁজে পেতে জোর অভিযান চলছে বলে দাবি করেছে পুলিশ।

হাইটসের ৭৩ স্ট্রীট ও ব্রডওয়ে কর্নার মোড় থেকে শনিবার বিকেল ৬টায় প্রকাশ্য দিবালোকে তার গাড়ি ছিনতাই হয়েছে। সিনিয়র সাংবাদিক আবুল কাশেমের বরাত দিয়ে জানা যায়, গাড়ির নম্বর DXL 8635 Toyota Camry এবং গাড়ির মালিক মো: ইসলাম। তিনি গাড়ি অন রেখে জায়রু কিনতে গেলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে একজন এশিয়ান লোক তাঁর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি ঐ ব্যক্তির শার্টের কলার ধরে বাধা দেওয়ার চেষ্টা করেন ও চিৎকার করে সাহায্য চান। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পরে ইসলাম তড়িঘড়ি করে ৯১১-এ কল করেন। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঐ ব্যক্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়। 

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়,তাঁরা যথাযথ প্রযুক্তি ব্যবহার করে গাড়ি ছিনতাইকারীকে ধরার চেষ্টা করছেন। নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী মো: ইসলামের বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়।

সংবাদটি শেয়ার করুনঃ