Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নাজনীনের স্বজনের খোঁজ এখনও মেলেনি

প্রকাশিত: ০০:৪৯, ১৬ জুন ২০২১

নাজনীনের স্বজনের খোঁজ এখনও মেলেনি

নাজনীন সুলতানা

এখনও খোঁজ মেলেনি মারা যাওয়া নিউইয়র্কপ্রবাসী নাজনীন সুলতানার স্বজনদের। সন্ধান পেতে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে এদিক-সেদিক। তবুও ইতিবাচক খবর মিলছে না। 

গত ১৯ জানুয়ারি মৃত্যু হয় নাজনীন সুলতানার। স্বজনের খোঁজে ৩দিন অপেক্ষা করার পর ২৩ জানুয়ারি তাকে নিউজার্সির মেলবোর্ন কবরস্থানে দাফন করা হয়। এখনও স্বজনদের খোঁজ না পাওয়ায় নাজনীনের কিছু ব্যক্তিগত জিনিশপত্র হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। তার বাড়ি বাংলাদেশের বরিশালে। ছবি দেশে কেউ শনাক্ত করতে পারলে ৯১৭-৮৩৩-৮৯৭৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ