
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভা
নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন: ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, এহিয়া মেন্দী, সালিক সিকদার, আব্দুল খালিক, তৈয়বুর রহমান এবং লুৎফুর রহমান কাসেমী।
এছাড়া, সভায় আগামী ১ অথবা ৮ আগস্ট সংগঠনের বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেজন্য ৫ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক আজাদুর রহমান, প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ ফারুক, সদস্য সচিব আবদুল্লাহ আদনান এবং যুগ্ম সদস্য সচিব মাসুক আহমেদ।
গত ১৩ জুন রোববার সন্ধ্যায় নতুন কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদের পরিচালনায় ব্রঙ্কসের খলিল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভাটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল মনাফ, ফারুক কবির, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ এবং মোহাম্মদ মাহমুদ হোসাইন।
সভায় মাসুক আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুকের সুস্থতা কামনা করা হয়।