Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কমিটির সভা

‘জিয়ার গণতন্ত্র বিপন্ন, নির্বাচন তামাশা’

অভিক আহসান

প্রকাশিত: ০০:১৫, ১৬ জুন ২০২১

‘জিয়ার গণতন্ত্র বিপন্ন, নির্বাচন তামাশা’

সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্র আজি বিপন্ন। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতারা।

 নীতি নির্ধারণী সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নির্বাচন আজ তামাশায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করা দরকার। তাই, চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সভায় বিভিন্ন উপকমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।

কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিল্টন ভূঁইয়ার পরিচালনায় চলে সভা। এতে বক্তব্য রাখেন, বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীন, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক সরাফত হোসেন বাবুসহ অনেকে। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মীও। 
 

সংবাদটি শেয়ার করুনঃ