Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ডিস্ট্রিক্ট-২৪ নির্বাচন

সাইফুর খানের নির্বাচনী সমাবেশ-বিশাল কার র‍্যালি

অভিক আহসান

প্রকাশিত: ১১:০৩, ১৫ জুন ২০২১

সাইফুর খানের নির্বাচনী সমাবেশ-বিশাল কার র‍্যালি

সাইফুর খান হারুনের সমর্থনে সমাবেশ

ডিস্ট্রিক্ট ২৪ (কুইন্স) এর আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুনের সমর্থনে বিশাল কার র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন শুক্রবার বিকেলে জ্যামাইকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতেই সাইফুর খান হারুনের নেতৃত্বে একটি কার র‍্যালি বের করা হয়। এসময় তার সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়। কার র‍্যালিটি পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেয়। 

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র সভাপতি ও ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে এবং ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এবাদ চৌধুরীর পরিচালনায় চলে সমাবেশ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স সিভিল কোর্টের জজ প্রার্থী এটর্নী সোমা সাঈদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সভাপতি বদরুল খাঁন, কমিউনিটি লিডার নাসির আলী কান পল, যুক্তরাষ্ট্র বিএনপি’র ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া মিল্টন, জেএমসি’র সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, সাবেক কংগ্রেসম্যান প্রার্থী মিজানুর রহমান, সাবেক কাউন্সিলম্যান প্রার্থী তৈয়বুর রহমান হারুন, বাপার ট্রেজারার রাশিক মালিক, কমিউনিটি এক্টিভিস্ট বিলাল চৌধুরী, এএফএম মিসবাউজ্জামান, মঈনুল ইসলাম, ডা. নার্গিস আহমেদ, মাশুক খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যোগগ দেন প্রবাসী বাংলাদেশীরাও।

সমাবেশে সাইফুর খান হারুন তাকে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ