Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন করলেন ড. মোমেন

অভিক আহসান

প্রকাশিত: ১০:১৪, ১৫ জুন ২০২১

আপডেট: ১২:৪৬, ১৫ জুন ২০২১

বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন করলেন ড. মোমেন

বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’র উদ্বোধন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়। 

১৪ জুন সোমবার লাউঞ্জটি উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বই, ছবি, প্রামাণ্য চিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে তাতে। লাউঞ্জটিতে বঙ্গবন্ধুর ওপর আরও বই ও প্রদর্শণী সামগ্রী প্রদানের আগ্রহ প্রকাশ করেন তিনি।

গতবছর লাউঞ্জটির স্থাপনের কাজ শেষ হলেও কোভিড-১৯’র কারনে আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হয়নি বলে জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তবে অবশেষে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে লাউঞ্জটি উদ্বোধনের জন্য পেয়েছি বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লাউঞ্জটি মিশনে আগত সুধিজনদের বিশ্ব শান্তির প্রতি জাতির পিতার স্বপ্ন ও আদর্শের কথা স্মরণ করিয়ে দিবে বলে প্রত্যাশা করেন রাবাব ফাতিমা। 
 

সংবাদটি শেয়ার করুনঃ