
জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা
রোববার ৬ দিনের যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেশকিছু লক্ষ্য নিয়ে এবারের সফর তার। নিউইয়র্কে পৌঁছেই তা স্পষ্ট করেছেন মন্ত্রী। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু এবারের সফরের সবচেয়ে বড় এজেন্ডা।
ড. মোমেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সদস্য রাষ্ট্রগুলোকে জোরালো আহবান জানাবেন তিনি। রোহিঙ্গা শরনার্থীরা কক্সবাজারের আর্থ সামাজিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করছে উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি তাদের অস্বাভাবিক আচরণ খুবই উদ্বেগজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
এলডিসি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করোনার টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এ কে আব্দুল মোমেন। করোনা মোরাবেলায় বাংলাদেশ অনেকটাই সফল বলেও এসময় দাবি করেন তিনি। সফরে নিউইয়র্ক-ওয়াশিংটনেরও আরও কিছু অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা আছে মন্ত্রীর।
এরআগে রোববার নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে ড. আব্দুল মোমেনকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সাথে ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। আসেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডক্টর ছিদ্দিকুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।