
হেকশেয়ার পার্কে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হলো হেকশেয়ার স্টেট পার্ক। সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত এই অনুষ্ঠানে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা। যোগ দেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। ছিলেন ফোবানা’র চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ডা. জিয়াউদ্দিন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, বিশ্ব বাংলা টেলিভিশনের সিইও আলীম খান আকাশ প্রমুখ।জয় বাংলা শ্লোগানে তৈরি হয় আবেগঘন পরিবেশের।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পাশ হওয়া প্রস্তাব তুলে দেয়া হয় মুক্তিযোদ্ধাদের হাতে। তুলে দেন সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র’র সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা লাভলু আনসারের হাতে। পরে মুক্তিযোদ্ধারা একে একে তাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরেন।
মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করে শেখ রহমান বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের কারণেই আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে। তিনি বলেন, বঙ্গবন্ধুর মত নেতা জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পেয়েছিলাম, একটি মানচিত্র পেয়েছিলাম। তারই সুবাদে আমি একটি স্টেটের সিনেটের হতে পেরেছি। এ সময় মুক্তিযোদ্ধারা কন্ঠে কন্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
সবশেষ ছিলো সাংস্কৃতিক আয়োজন। সঙ্গীত পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, রথীন্দ্র নাথ রায়, ক্লোজ আপ তারকা শেফালী সারগম ,শাহ মাহবুব,সবিতা দাস ও জলি দাস।