Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এরিক অ্যাডামসের জন্য এনডোর্সমেন্ট রোববার

অভিক আহসান

প্রকাশিত: ০৮:২৩, ১৩ জুন ২০২১

আপডেট: ০৮:২৯, ১৩ জুন ২০২১

এরিক অ্যাডামসের জন্য এনডোর্সমেন্ট রোববার

ডেমোক্র্যাটিক ক্লাব ল ব্যারিও

এরিক অ্যাডামসের জন্য এনডোর্সমেন্টের আয়োজন করেছে দ্যা ডেমোক্র্যাটিক ক্লাব অব এল ব্যারিও। ১৩ জুন রোববার বেলা ১ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। ভেন্যু 106th st between Lexington and 3rd Ave।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট লিডার জন রুইজ, প্রেসিডেন্ট জুহাই্ব চৌধুরীসহ আরও অনেকে। আয়োজকরা জানিয়েছেন, খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে অনুষ্ঠানে। এতে ক্লাবের সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ