
মেডটেক কেয়ারের ‘রিলিজিয়াস কমিউনিটি টেস্টিং প্রোগ্রাম’
‘রিলিজিয়াস কমিউনিটি টেস্টিং’ নামে একটি প্রোগ্রাম চালু করেছে দাতব্য প্রতিষ্ঠান মেডটেক কেয়ারস। এতে কোভিড চিকিৎসাসেবায় রয়েছে নানা সুযোগ-সুবিধা। বিনামূল্যে করোনা টেস্টের পাশাপাশি মিলবে ভ্যাকসিন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রিলিজিয়াস কমিউনিটির পাঁশে দাঁড়াতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। রয়েছে কাস্টমার সার্ভিস এবং সাপোর্ট। আছে প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ, হেলথকেয়ার কনসাল্টিং। সার্বক্ষণিক একজন কমিউনিটি স্পেশালিস্ট সেবা দিয়ে যাবেন প্রকল্পে। তার সাথে যোগাযোগের নম্বর ৯১৪-৩৭০-২০৯০।