Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এনডোর্সমেন্ট-প্রেস কনফারেন্স

সাহাব উদ্দিনের জন্য অ্যাসালের কর্মসূচি

অভিক আহসান

প্রকাশিত: ০৭:২৪, ১৩ জুন ২০২১

সাহাব উদ্দিনের জন্য অ্যাসালের কর্মসূচি

সাহাব উদ্দিনের জন্য অ্যাসালের কর্মসূচি

নিউইয়র্ক সিটির প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪ এর প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিনের জন্য এনডোর্সমেন্ট ও প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল এই কর্মসূচির আয়োজন করেছে। 

শনিবার নিউইয়র্ক সময় রাত আটটায় হিলসাইড এভিনিউয়ের ১৬৮ স্ট্রিটে চলে অনুষ্ঠানটি। এতে বাংলাদেশসহ অন্যান্য কমিউনিটির সবাইকে সাহাব উদ্দিনকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। নির্বাচিত হলে সর্বদা কমিউনিটির পাশে থাকার আশ্বাস দেন বাংলাদেশি এই কৃতি সন্তান।

উল্লেখ্য, ২২ জুন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ভোটগ্রহণ। তারআগে  আর্লি ভোটিং শুরু হয়েছে ১২ জুন থেকে। 

সংবাদটি শেয়ার করুনঃ