Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পাবলিক স্কুলে স্কলারশিপের সুযোগ

প্রকাশিত: ১১:৫৩, ১২ জুন ২০২১

আপডেট: ১৬:১৯, ১৯ জুন ২০২১

পাবলিক স্কুলে স্কলারশিপের সুযোগ

নিউইয়র্কের কয়েকজন স্কুল শিক্ষার্থী

নিউইয়র্কের ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ জুনের মধ্যে কোভিডের একটি ডোজ গ্রহণ এবং লটারিতে জিতলে তারা সিটি ও স্টেটের পাবলিক কলেজ সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবে। পাঁচ সপ্তাহে মোট ৫০ জন শিক্ষার্থী পাবে এই সুযোগ। মিলবে চার বছরে ৫০ হাজার ডলার। 

এরইমধ্যে প্রথম দুই সপ্তাহের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ১০ জন এবং ৯ জুন আরও ১০ শিক্ষার্থী লটারিতে জয়ী হয়েছে। বাকি আছে তিন সপ্তাহ। তৃতীয় সপ্তাহে আগ্রহীদের  নাম এন্ট্রি করতে হবে ১৪ জুনের মধ্যে। ড্র হবে পরদিন; পুরস্কার ঘোষণা হবে ১৬ জুন। চতুর্থ সপ্তাহে নাম এন্ট্রি ২১ জুনের মধ্যে। ২২ জুন ড্র হবে আর ২৩ জুন পুরস্কার ঘোষণা। শেষ সপ্তাহে এন্ট্রি ২৮ জুনের মধ্যে, ড্র পরদিন আর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে ৩০ জুন। গভর্নরের অফিসের এ-সংক্রান্ত সাইটে গিয়ে ফলাফল দেখার সুযোগ রয়েছে। 

সংবাদটি শেয়ার করুনঃ