Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আসন্ন ডিস্ট্রিক্ট-২৪ নির্বাচন

সাবুল উদ্দিনের জন্য বারবিকিউ পার্টি

অভিক আহসান

প্রকাশিত: ১১:২০, ১২ জুন ২০২১

সাবুল উদ্দিনের জন্য বারবিকিউ পার্টি

বারবিকিউ পার্টিতে অতিথিরা

নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে ডিষ্ট্রিক্ট-২৪ থেকে অংশ নেয়া মোহাম্মদ সাবুল উদ্দীনের জন্য বারবারকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। এতে যোগদান করে তার প্রতি সমর্থনের কথা জানান কমিউনিটির নেতৃবৃন্দ। সাথে ২২ জুনের নির্বাচনে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানানো হয়। 

জ্যামাইকার ১৬৮ স্ট্রীটস্থ মোহাম্মদ উদ্দীনের নির্বাচনী অফিসে সম্প্রতি দিনব্যাপি চলে বারবারকিউ পার্টি। এতে সাবুল উদ্দিন ছাড়াও তার ক্যাম্পেইন ম্যানেজার (অর্থ) জুলকার হায়দার আগতদের স্বাগত জানান এবং টি শার্ট ও মাস্ক বিতরণ করেন। 

অনুষ্ঠানে সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ সহ সাংবাদিক মনোয়ারুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ, বেলাল আহমেদ, জালালাবাদ অ্যাসোয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল-আমীন রাসেল, কমিউনিটি বোর্ড মেম্বার অনাফ আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুর রাজ্জাক শিকদার, শফিকুল ইসলাম, সাইফুল্লাহ ভূঁইয়াসহ আরও অনেকে অংশ নেন।
 

সংবাদটি শেয়ার করুনঃ