
ফোবানা লোগো
ওয়াশিংটন ডিসিতে ৩৫-তম ফোবানা সম্মেলন উপলক্ষ্যে হোটেল বুকিং শুরু হয়েছে। ছাড় মূল্যে হোটেল বুকিং দেয়া যাবে ৩১ আগষ্ট পর্যন্ত। বুকিং এর জন্য https://www.fobana2021dc.com ভিজিট অথবা ৮৭৭-৪৯১-০৪৬৮ নম্বরে ফোন করার অনুরোধ জানান হয়েছে।
আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী সম্মেলনটি। আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে এবারের আসরটি বসবে গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবর, মেরিল্যান্ডে। এতে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক-বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, ফ্যাশন শো, সাইটেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।
সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০, সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।