
বনভোজনে বরুড়াবাসী
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসীর’র বনভোজন। গত ৫ জুন শনিবার নিউইয়র্কের অর্চার্ড স্টেট পার্কে চলে আয়োজনটি।
এসময় মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং বদরুল হক আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ডা. আতাউল চৌধুলী তুষার সহ অতিথিবৃন্দ।বনভোজনে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মমতাজ উদ্দিন এবং বদরুল হক আজাদ।, শিগগিরই যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করার কথা জানান তারা। এ বিষয়ে যোগাযোগের ফোন নম্বর ৯১৭-৩৯২-৯৯১৮।