
জিয়া নাগরিক ফোরামের অভিষেক-সংবর্ধনা
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার অভিষেক ও সংবর্ধনা। গত ৫ জুন জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী ও বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ।
সংগঠনের সভাপতি এটিএম হেলালুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয়ের পরিচালনায় চলে অনুষ্ঠান। এতে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বিএনপি নেতা সালেহ আহমেদ মানিক, বিএম বাদশা, সুলতানা খানম, হুমায়ূন, ডা. জাহিদুল আমিন, ডা. মো. জিয়াউল হক, মোহাম্মদ কাসেম, মাহবুবুর রহমান, নুরুন নবী, সাদমান আহমেদ, মো. শাহজাহান, সালাউদ্দিন সরকার, মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান প্রমুখ।