
আহত সৈয়দ তামজিদ হুসাইন
নিউইয়র্কে সৈয়দ তামজিদ হুসাইন নামে আরেক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত ৮ জুন রাতে কাজ থেকে ফেরার পথে ব্রঙ্কসের ইয়াংকি স্টেডিয়াম এলাকায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। হামলার পর তাকে ব্রঙ্কসের লিঙ্কন হাসপাতালে ভর্তি করা হয়।
২২ বছর বয়সী সৈয়দ তামজিদ হুসাইন ব্রঙ্কসের থার্ড এভিনিউর ১৪৯ স্ট্রিটে একটি ফাস্ট ফুড কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ব্রঙ্কসের ১৬৭ স্ট্রিট এবং রিভার এভিনিউর মধ্যবর্তী এলাকায় তার ওপর হামলা করা হয়।
সশস্ত্র ৪ দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর হামলে পড়ে। এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তার সঙ্গে থাকা ফোন এবং মানিব্যাগে থাকা ১১শ ডলার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।