
সাহাব উদ্দিন সাগর
আগামী ৮ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক নবযুগের গেট টুগেদার আয়োজন করা হয়েছে। লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে চলবে আয়োজনটি। ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এডিটর সাহাব উদ্দিন সাগর। এতে কমিউনিটির নেতৃবৃন্দ-গণমাধ্যমক্র্মীর-শুভাকাঙ্ক্ষিতদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।