Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এবারও সাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২০, ৯ জুন ২০২১

এবারও সাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কর্মসূচি

পূর্ববর্তী বছরের মতো এবারও অসহায় আর দুস্থদের মাঝে আসন্ন ঈদুল আজহায় কোরবানির গোশত বিতরণের উদ্যোগ নিয়েছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক এই চ্যারিটি সংস্থাটি সমাজের বিত্তবানদের কাছে ডোনেশনের আহ্বান জানিয়েছে। 

ক্যাটাগরি ‘এ’তে একটি পূর্ণ গরুর জন্য ডোনেট করতে হবে ৯০০ ডলার, ১৩০ ডলারে অংশ নেয়া যাবে অংশবিশেষ দানে এবং ২০০ ডলার ডোনেশন বরাদ্দ করা হয়েছে একটি ছাগল কোরবানির ক্ষেত্রে।

একইভাবে ক্যাটাগরি ‘বি’তে একটি পূর্ণ গরুর জন্য ডোনেট করতে হবে ৭০০ ডলার, ১০০ ডলারে অংশ নেয়া যাবে অংশবিশেষ দানে এবং ১৫০ ডলার ডোনেশন বরাদ্দ করা হয়েছে একটি ছাগল কোরবানির ক্ষেত্রে।

সংবাদটি শেয়ার করুনঃ