Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মঈন উদ্দিনের মন্তব্য

‘দেশের পতাকা সমুন্নতে সবাইকে কাজ করতে হবে’

অভিক আহসান

প্রকাশিত: ১১:০০, ৮ জুন ২০২১

আপডেট: ১৫:৩৬, ৮ জুন ২০২১

‘দেশের পতাকা সমুন্নতে সবাইকে কাজ করতে হবে’

জর্জ ম্যাসন ইউনিভার্সিটি মিলনায়তনের অনুষ্ঠানে অতিথিরা

দেশের পতাকা সমুন্নত রাখার জন্য লেখক-সাংবাদিকসহ সমাজের সবাইকে কাজ করে যেতে হবে। এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।

৫ জুন শনিবার ভার্জিনিয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, আমরা আমাদের সময়ের কাজ করেছি। বাংলাদেশের জন্য স্বাধীন পতাকা অর্জন করেছি। সেটি সমুন্নতের দায়িত্ব এখনকার প্রজন্মের।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে বসবাসরত বেশকিছু লেখক সাংবাদিক ও সংস্কৃতিজনরা অংশ নেন। তারা হলেন শেফালী আনোয়ার, রিফাত ফারজানা, রহমান মাহবুব, মাহবুব লীলেন, শেলী জামান খান, রওশন হক, মনজুরুল হক, রোকেয়া দীপা, ভায়লা সালিনা, তোফাজ্জল লিটন, সৈয়দা শাহানা ইয়াসমিন, অনির্বাণ খন্দকার, আবু চৌধুরী, হাসনাত সানি, দীনা ফেরদৌস, নাসিমা সুলতানা, সুবীর পেরেরা, হাসনাত সানি, আবু সরকার, সুবীর কাস্মীর পেরেরা, দেওয়ান আরশাদ আলী বিজয়, জীবক বড়ুয়া, বিপুল এলিট গনছালভেস, শাওন রিচার্ড, রওনক সিবি, নাজির উল্লাহ, মারুফ রহমান, মাহতাব আহমেদ, জাবেদ আলী, গোলাম মোর্শেদ, রউফ এম সরকার, তামান্না চৌধুরী, জাভেদ চৌধুরী, এমদাদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ