
অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির সদস্যরা
অনলাইন হয়, এখন থেকে সরাসরি ক্লাস নেয়া হবে ব্রঙ্কসের আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির। গত ৫ জুন শনিবার ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে জমকালো আয়োজনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সভাপতি আল্পনা গুহের সভাপতিত্বে এবং সুরাইয়া আলমের সঞ্চালনায় চলে অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের সেন্ট বার্নাবাস হাসপাতাল ও পার্কচেস্টার মেডিকেল সার্ভিসেস’র ডা. প্রভাত দাস, এমডি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. নাহিদ খান, বিপার পরিচালক এ্যানি ফেরদৌস, সাংবাদিক ছন্দা বিনতে সুলতান প্রমুখ।যোগ দেন সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী শিতাংশু গুহ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর প্রার্থী মির্জা মামুন রশীদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রতন চত্রবর্তী, আহমেদ টিটু, মিথুন দেব, মৃদুলা, ইষানী, নির্মা, তির্ষা, কৃষনা প্রিয়া, অর্পিতা, রিয়া, অদিতি, তুলসী, পারমিতা, ত্রিপর্না, রচি, সৃষ্টি, সংহিতা, অমৃতা প্রমুখ।
এতে আয়োজকরা বলেন, ফেব্রুয়ারিতে উদ্বোধনের পর করোনার কারণে অনলাইনে কার্যক্রম চলছিল। এখন থেকে সরাসরি ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে ক্লাস নেয়া হবে। প্রতি শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাস নেবেন প্রখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স টিচার আভা রয় এবং মিথান দাশ।
ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ভারতীয় রয়, কিশোলয়, অর্পিতা, পারমিতা, নির্জা, ইসানী চৌধুরী, অদিতি, তুলসী, রচি, ত্রিপর্না, সৃষ্টি, সংহিতা, অমৃতা। নৃত্যে অংশ নেন শিশু শিল্পী কৃষনা, ইষা ও চৈতন্য। গিটারে মোসলেহ আহমেদ টিটু, তবলায় ছিলেন আরিফ।
আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমিতে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে একাডেমির সভাপতি আল্পনা গুহ তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : মামুন’স টিউটোরিয়াল, ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন : ৬৪৬-৬৯৬-৫৫৮৫, ৯১৭-৭৭৪-২৮৩৬ এবং ৩৪৭-২৮২-৬৩৭১।